মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলু দেওয়ান (৫৫) ১ সেপ্টেম্বর মধ্যরাতে হৃদযন্ত্র ক্রিয়া (স্ট্রোক) বন্ধ হয়ে মতলব নিউ হোস্টেল মাঠ সংলগ্ন নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুনীগ্রাহি রেখে গেছে। তার হঠাৎ মৃত্যুতে দলিয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
২ সেপ্টেম্বর বাদ যোহর নিউ হোস্টেল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের চাচাতো ভাই চাঁদপুর-২ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব) এম রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা আ.লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্জ নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন , সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্জ কাজী নাসির উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বিএইচ কবির আহমেদ, মতলব পৌরসভা মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম আলেক, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার,শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃহারুন অর রশিদসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন। মরহুমের নামাজের জানাজা শেষে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোরশেদ আলম সিরাজী ও মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মো. আশফাক দেওয়ান।