স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. ওমর পাটওয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার বুকের ব্যথা নিয়ে চাঁদপুরের মেডিসিন ক’জন বিশেষজ্ঞের স্মরণাপন্ন হলে তাকে ঢাকা রেফার করা হয়।
মঙ্গলবার সকালে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম টেস্টে তার হার্টে একটি বøক ধরা পড়লে তাৎক্ষণিক রিং বসানো হয়।
বর্তমানে তিনি ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সাইদুল ইসলামের তত্ত¡াবধানে ৫০১নং কেবিনে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।