চাঁদপুর আ’লীগ নেতা আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

১২জুলাই বৃহস্পতিবার বাদ যোহর চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের দক্ষিন গুনরাজদি এলাকার ময়দার মেইল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজের জানাজায় প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়িসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির এান ও সমাজ কল্যান সম্পাদক সূজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, সামছুল হক মন্টু পাটওয়ারী, সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক রোকনূজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজি বিল্লাল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলি এরশাদ মিয়াজি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনূল ইসলাম বাবুল। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মরহুম আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান লোক। তার চলে যাওতে যে শূন্যতা দেখা দিয়েছে তা কখনো পূরন হবার নয়। এ সময় বক্তারা মরহুমের বিদোহী আত্তার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য মরহুম আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী গত ১১ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চাঁদপুর সেন্টাল হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

একই রকম খবর

Leave a Comment