স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী (৬২) আর নেই।
১১ জুলাই সন্ধ্যা ৬.৫৫ মিনিটে চাঁদপুর সেন্টাল হসপিটালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। গতকাল সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেন্টাল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবে মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে ছুটে যান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব নাছির আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানসহ দলীয় ও এলাকার অসংখ্য লোকজন।
তিনি চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদি এলাকার পাটওয়ারী বাড়ির মৃতঃ নূর মোহাম্মদ পাটওয়ারীর বড় ছেলে। ৬ ভাই ১ বোনের মধ্যে উনি সবার বড়।
মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাজা আজ বাদযোহর গুনরাজদি ময়দার মেইল মাঠে অনুষ্ঠিত হবে।