আগামি ১৬ জুন থেকে চাঁদপুরে ৩ দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু

আহম্মদ উল্যাহ : চাঁদপুর স্টেডিয়ামে আগামী ১৬-১৮ জুন তিন দিনব্যাপী স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ন “জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উদযাপিত হবে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ন চলবে এ মেলা।

চাঁদপুর “জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯” উদযাপনের লক্ষ্যে উপজেলা থেকে প্রাপ্ত প্রতি গ্রুপে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী এবং বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ও ৫ম স্থান অর্জনকারী প্রতিযোগিদের সমন্বয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান মেলা ছাড়া ও বিতর্ক, বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা, প্রকল্প উস্থাপন /সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজন করা হবে।

জুনিয়ার গ্রুপ এবং সিনিয়ার গ্রুপ মিলে বিজ্ঞান অলিম্পিয়াড গঠিত। বহু নির্বাচনী পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গনিত এবং আইসিটি বিষয়ে ১০০ টি (সকল বিষয়ে সমহারে) প্রশ্ন থাকবে।

মেলার ২য় দিনে পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিঃ চাঁদপুর সকাল ১১-১২টা পর্যন্ত জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অর্থাৎ বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য মেলার ২য় দিন বিকাল ৩-৫ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে।

একই রকম খবর