আগামী সপ্তাহে চাঁদপুরে নবাগত ডিপিও ইয়াসমিনের যোগদানের সম্ভাবনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) হিসেবে ফাতেমা মেহের ইয়াসমিনকে নিয়োগ দেয়া হয়েছে । আগামী সপ্তাহে তিনি চাঁদপুরে যোগদান করতে পারেন বলে নিভরযোগ্য সূত্রে জানিয়েছে ।

গতকাল ১০সেপ্টেম্বর (শনিবার) নবাগত ডিপিও ফাতেমা মেহের ইয়াসমিন দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে জানান, আমার আগামী ১৪তারিখ পর্যন্ত ট্রানজিট রয়েছে। তবে আশা রাখি ১২, ১৩, ১৪সেপ্টেম্বর এর মধ্যে চাঁদপুরে যোগদান করতে পারি।

তিনি আরো জানান, আমার মেয়ের পরীক্ষা থাকার কারনে আমি চাঁদপুরে যোগদান করে কয়েক দিনের জন্য ছুটি নিব।

বর্তমান চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) মো: সাহাব উদ্দিনকে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়েছে।

গত ৩১আগস্ট (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে উপ-সচিব এরফানুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন কে চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিনকে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়।

একই আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১০জন জেলা শিক্ষা অফিসার কে বিভিন্ন জেলায় বদলী করা হয়।

একই রকম খবর