চাঁদপুরের কচুয়ায় লাঠির আঘাতে কেরামত আলী (৪৬) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার (২২ আগস্ট) সন্ধা ৬ টার দিকে উপজেলার পাচঁধারা-লৈয়ামেহের গ্রামে এ ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত আরো ৮ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে :ওই গ্রামের নিহতের স্ত্রী রানু বেগম, প্রতিপক্ষ মোশারফ হোসেন, ইয়াছিন, সুলতান মিয়া ও আমেনা বেগম। আহতদের দাউকান্দির (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্ত্রী রানু ও ভাই হাসমত আলী বলেন,‘ বুধবার সন্ধ্যায় মোশারফ হোসেনের সাথে তার ভাগিনা আলামিনের সাথে তুচ্ছ ঘটনায় হাতাহাতি হয়। এ সময় কেরামত আলী এগিয়ে আসলে মোশারফ হোসেন, ইয়াছিন, সুলতানসহ ক’জন উত্তেজিত হয়ে কেরামত আলীকে দেশীয় লাঠি দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে।’
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চান্দিনার গল্লাই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায় বলে তার পরিবার দাবি করে।
এ ঘটনায় নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১১/১৮ । ঘটনার পর খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে কেরামত আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে শুক্রবার (২৪ আগস্ট) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন ।