স্টাফ রিপোর্টার : আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আজ মঙ্গলবার (৪ জুন) চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হাজীগঞ্জের সাদ্রা দরবার সরীফে সকাল সাড়ে ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার সরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এসময় শত শত মুসলি ঈদের জামাতে অংশ নেয়। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া চাঁদপুরের বদরপুর এলাকায় ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আবু হানিফ। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চাঁদপুরে ৪০টি গ্রামে সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ পালন করেন। গত ৮৯ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে।
সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।
এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, ল²ীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।
জানা যায়, ওইসব মুসল্লিরা ইসলামের চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী। হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এই মতবাদের প্রচার চালিয়ে আসছেন। তাদের মধ্যে বড় ছেলে আবু জোফার মোহাম্মদ আব্দুল হাই সাদ্রাভী অন্যতম।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৯ বছর ধরে এভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। আগাম ঈদ পালন নিয়ে মতভেদ রয়েছে। অতীতে একাধিকবার সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তর্কবিতর্ক চললেও আজ পর্যন্ত এটির স্থায়ী সমাধান হয়নি। ফলে একই গ্রামের এমনকি একই পরিবারের সদস্যদের কেউ একদিন আগে আবার কেউ একদিন পরে ঈদ উদযাপন করছেন।
সাদ্রা গ্রামের গদিশীন পীর মওলানা আবু জোফার আবদুল হাই বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ৬ ঘণ্টা। এই ৬ ঘণ্টা ব্যবধানের জন্য রোজা ও ঈদ পালনে বাংলাদেশে দুইদিন ব্যবধান হতে পারে না। তিনি আরো বলেন, মঙ্গলবার সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের জামাত আদায় করা হবে।