চাঁদপুর খবর রিপোর্ট : অনুসন্ধানী রক্তদান সংস্থা’র ২য় বর্ষ পূর্তি ও ৩য় বর্ষ পদার্পণ উপলক্ষে আজ শনিবার (১৫ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের (২য় তলা) এলিট চাইনিজ রেস্টুরেন্টে দেশের বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে “সেচ্ছাসেবী মিলন” মেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সভাপতিত্ব করবেন, সংস্থার চেয়ারম্যান বিএম হারুনুর রশিদ। সঞ্চালনায় থাকবেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক মু. শহীদ উল্যাহ বাবর।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আপনাদের সানুগ্রহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব গৌতম চন্দ্র সরকার।
জানা গেছে, অনুসন্ধানী রক্তদান সংস্থা’র পক্ষ থেকে সর্বোচ্চ রক্তদাতাকে পুরস্কৃত করা হবে । এছাড়াও এ উপলক্ষে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রখাশ করা হয়েছে ।