আজ চাঁদপুরে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ শনিবার (২৭ এপ্রিল) চাঁদপুর আসছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকার উত্তরা বাসা থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা সার্কিট হাউজে উপস্থিত হবেন। এদিন সকাল ১০ টায় ইয়াং এন্টারপ্রেনারস সমিট ২০১৯ এর প্রারন্তিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

এদিন সকাল ১১টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। দুপুর ১টায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।

বিকেল ৩ টায় ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এদিন বিকেল ৪টায় চাঁদপুর জেলা পুলিশের অন্ত:জেলা কাবাডি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু সাংকৃতিক জোটের উদ্যোগে ভাষাবীর এম. এ ওয়াদুদ কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। রাত ৮টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ১১টায় ঢাকায় উপস্থিত থাকবেন।

একই রকম খবর

Leave a Comment