স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চাঁদপুর রোটারী ক্লাবের ৪৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় পুরাণবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্রে সদস্যরা অনুষ্ঠানে অভিষিক্ত হবেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও সেক্রেটারী রোটা. ডা. পীযুষ কান্তি বড়ুয়া আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে।