আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরসহ সারাদেশে আজ ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২২ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় ৭৪ টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩৭ হাজার ২শ ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার পরিসংখ্যান জানা গেছে।

চাঁদপুর জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, জেলার ৭৪টি এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে । ভিজিল্যান্স টীম হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা থাকবে ।

চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ২শ’৩৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৪৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১শ ৮০ জন।

১৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ১শ’৩০ জন এবং ১০টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা। ১ হাজার ৯শ’২৬ জন।

নির্দেশনায় রয়েছে কেন্দ্র গুলোর মাঝে কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ১ বা ২ এর অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ,পরীক্ষার্থীদের আসন বিন্যাস,বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

এ বছর পরীক্ষার্থী কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। গতবছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৬ শ ৭৯টি কেন্দ্রে। এ বছর কেন্দ্রের সংখ্যা ১শ ১১ টি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭শ ৯০ টিতে। আর গত বছরের তুলনায় ৫৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে।

উল্লেখ্য,চলতি বছরের ১৯ জুন এসএসসি-সমমান পরীক্ষার্থী শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিলো ৬ জুলাই। কিন্তু জুনে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা কারণে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয় ।

একই রকম খবর