মাসুদ হোসেনঃ সমাজসেবা ও সমাজ সংস্কারমূলক সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন “প্রভাত সমাজকল্যাণ সংস্থা” মহামায়া শাখা, চাঁদপুর এর ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ জুলাই) মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং বিরোধী রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী রেলি, সাড়ে ১০ টায় অনুষ্ঠান উদ্বোধন, সাড়ে ১১টায় আলোচনা সভা, মাদক ও বাল্যবিবাহ বিরোধী বক্তব্য, নতুন সদস্য বরন, পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে থাকবেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও প্রভাত মহামায়া শাখার সম্মানিত উপদেষ্টা সোহেল রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম দুলু মোল্লা, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হান্নান খান মিলন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. কামাল হাজী। এছাড়াও সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সভাপতিত্ব করবেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা। সমাজসেবী তরুন ও সংগঠনের সদস্য শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন।