আজ বিশেষ মুনাজাতের মধ্যে শেষ হচ্ছে চাঁদপুর জেলা ইজতেমা

স্টাফ রিপোর্টার: আজ ২৬ নভেম্বর শনিবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে চাঁদপুরে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।এর আগে গতকাল শুক্রবার প্রায় কয়েক হাজার মুসল্লি ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করে ।

শীত ও ভৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শহরের পুরাণবাজারে অনুষ্ঠিত ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে।এতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের হাজার হাজার মুসল্লি ইজতেমায় যোগ দেয়। বিদেশি মেহমান হিসেবে মালোয়েশিয়া ও ইন্ডিয়ান তাবলীগ জামাতের মুসল্লিরাও রয়েছেন ।

এছাড়াও দলে দলে ইজতেমা মাঠে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সূত্র জানায়, বৃহস্পতিবার ফজর বাদ বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়।বয়ান করেন কাকরাইলের মুরব্বি মাওঃ হেলাল,বাদ যোহর মালোয়েশিয়ান মেহমান,বাদ আছর মাসতুরাত সম্পর্কে বয়ান পেশ করেন কাকরাই জামাতের আমীর সাহেব মাওঃ মোহাম্মদ উল্লাহ সাহেব,বাদ মাগরিব ভারতের মেহমান দাওয়াত ও তাবলীগ সম্পর্কে মূল্যবান বয়ান করেন।

গতকাল শুক্রবার জুমআ নামাজে মুসুল্লীদের ঢল নামে । এছাড়া সকাল দশটায় ইংরেজী ছাত্র এবং আরবী ছাত্রদের বিশেষ মোজাকারা হয়।১১ টায় বিশেষ ব্যক্তিদের মোজাকারা অনুষ্ঠিত হবে।বাদ আছর ওলামায়ে কেরামদের নিয়ে বিশেষ মোজাকারা হয়। ৬০টার মত জামাত ব্রুনাই,মালোয়েশিয়া সমস্ত মুসলমানের ইমান ও আমল, আখলাক, হিংসা হানাহানি,লোভ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে আভন শৃ মাওঃ মাহাবুবুর রহমান,বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

মুসল্লিদের সেচ্ছা শ্রমের মাধ্যমে বাঁশ, চটের অস্থায়ী স্থাপনা দিয়ে ইজতেমার আয়োজন করেছে সাদ পন্থী মাখরাজ মসজিদের সদস্যরা।ইজতেমার জিম্মাদার মাওঃ আব্দুর রশীদ বলেন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পৌর মেয়রসহ প্রশাসনের মধ্যস্থতায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি র অবসান হয়েছে।আমাদেরকে প্রশাসন ইজতেমা করার অনুমতি দিয়েছে।

তিনি বলেন,বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শনিবার দুপুর পর্যন্ত চলবে। আগত মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনবেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মাঠের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

একই রকম খবর