স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মুজাফ্ফর আলীর আজ ৮ম মৃত্যুবার্ষিকী।
তিনি ২০১১ সালের ১৬ জুন ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবর স্থানে দাফন করা হয়। এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় খলিসাডুলি শেখ মুজাফ্ফর আলী ও আংকুরেন্নেছা ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা ও আংকুরেন্নেছা মহিলা মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মরহুমের কনিষ্ট ছেলে শেখ মহিউদ্দিন রাসেল। উল্লেখ্য তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর শেখ মুজাফ্ফর আলী অসুস্থ্য থাকাবস্থায় তার বাসায় দেখতে যান।