চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে তৃতীয় পর্যায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ ২১জুন সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদে মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,চাঁদপুর জেলায় ৩য় পযায়ের ২য় ধাপে আরো ৬৫টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে ।
গত ১৮জুন (সোমবার) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালি শুভ উদ্বোধন ২১ জুলাই ২০২২ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক।