আজ মহান মে দিবস

চাঁদপুর খবর রিপোর্ট : আজ মহান মে দিবস। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন আজ। এ দিবসটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস নামে খ্যাত। আজ সারাবিশ্বের মেহনতি শ্রমিকদের সাথে বাংলাদেশেও সরকারিভাবে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ লাখ শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা শ্রম, মজুরি বৃদ্ধি এবং সাপ্তাহিক ছুটির দাবিতে ধর্মঘট করে এক নতুন ইতিহাস সূচনা করেছিলো। ওই দিন আমেরিকার শিকাগো শহরে ধর্মঘটী শ্রমিকদের উপর গুলি চালিয়েছিলো পুঁজিবাদীদের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী। সে দিন আপোষহীন ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। এক পর্যায়ে এ আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে তৎকালীন পুঁজিবাদী সরকার বিল্পবী শ্রমিক নেতা অপাস্ট স্পাইজ, আলবার্ট পারসন, এডলপ ফিশার এবং অস্কার নীবেকে ফাঁসি দেয়।

অবশেষে প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। এমনকি এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিশ্বে শ্রমনীতি আইন। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে বিশ্বের শ্রমিক সংগঠনগুলো মে মাসের ১ তারিখ মে দিবস হিসেবে পালন করে আসছে।

একই রকম খবর

Leave a Comment