স্টাফ রিপোর্টার : আজ সোমবার চাঁদপুরের মেধাবী ছাত্র শাহ মোঃ সাদী মোরশেদের ৫’ম মৃত্যুবার্ষিকী। ঢাকাস্থ আইইউবি বিশ্ববিদ্যালয়ের আনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাদী মোরশেদ ২০১৪ সালের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে ক্লাশ শেষে নিজের হোন্ডাযোগে বাসায় ফিরছিলেন।
পথে বিকেল ৪ টার দিকে ঢাকা মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরের সামনে ফাল্গুনি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার বাবা জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য এস এম এম আলম এ বিষয়ে থানায় মামলা করেও আজ পর্যন্ত কোন প্রতিকার পাননি। এখন পর্যন্ত পুলিশ ঘাতক বাসের চালককে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে সাদী মোরশেদ ফাউন্ডেশন ঢাকা ও চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার সকালে চাঁদপুর শহরের তালতলায় অবস্থিত মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিমদের মাঝে তবারুক বিতরণ। বাদ জোহর জিটি রোডে অবস্থিত আল করিম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
একই সময়ে ঢাকাস্থ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বাদ আসর কমলাপুর বড় মসজিদেও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের সদস্য সচিব জোনায়েদ রায়হান মিয়াজী অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ঘাতক বাসের চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতারের জোর দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, সাদী মোরশেদ চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের ভ্রাতুস্পুত্র।