চাঁদপুর খবর রিপোর্ট ।। চাঁদপুর সদর উপজেলার পূর্ব হামানকর্দ্দী মিজি বাড়ির মো. আব্দুল করিম মিজির কাছ থেকে ইরাকের ভিসা দিবে বলে ৪ লাখ টাকা নিয়ে উদাও হয়েছে আদম ব্যবসায়ী মনির খান। এ ঘটনায় মো. আব্দুল করিম মিজি বাদী হয়ে চাঁদপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন।
বাদী মো. আব্দুল করিম মিজি, পিতা মৃত মো. আনোয়ার মিজি, সাং পূর্ব হামানকর্দ্দী (মিজি বাড়ি) পো: শাহতলী বাজার, থানা ও জেলা চাঁদপুর।
বিবাদী মনির খান, পিতা মৃত অলি আহম্মদ খান, সাং ১৪নং ওয়ার্ড, শীলন্দিয়া পো: বাবুরহাট, থানা ও জেলা চাঁদপুর।
ঘটনার বিবরণে জানা যায়, আদম ব্যবসায়ী মনির খান, ইরাকের একটি ভিসা দিয়ে বাদী মো. আব্দুল করিম মিজির ছোট ভাই মো. মাহবুব মিজিকে বিদেশে নিবে। ভিসার জন্যে মো. আব্দুল করিম মিজি আদম ব্যবসায়ী মনির খানকে ২০০৯ সালে ৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন এবং ৩ মাসের মধ্যে তাকে ইরাকে নিবে বলে তড়িগড়ি করে মাহবুবের পাসপোর্ট ও মেডিক্যাল বাবদ ১৬ হাজার টাকা খরছ করে। এছাড়া আরো ১০ হাজার টাকা বাদী মো. আব্দুল করিম মিজির কাছ থেকে হাওলাত নেয়।
কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসা এবং টাকা না দিয়ে আদম ব্যবসায়ী মনির খান বাদী মো. আব্দুল করিম মিজিকে হুমকি-ধমকি প্রদান করেন।
বাদী মো. আব্দুল করিম মিজি স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানালে তাদের কথা আদম ব্যবসায়ী মনির খান না শুনে বাদী মো. আব্দুল করিম মিজি উপর হামলা করার চেস্টা চালাচ্ছে।
তাই এ বিষয়ে তিনি চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপার মহোদয় চাঁদপুর মডেল থানায় তদন্তের জন্য পাঠালে মডেল থানা অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মনির আহম্মেদকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মনির আহম্মেদ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করছি । আসামীর বিরুদ্বে অনেক অভিযোগ । ওয়ারেন্ট আছে । চেষ্টা করছি । এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তাকে থানায় ডাকা হয়নি ।সে আসছে না ।
এদিকে অভিযোগ উঠেছে পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মনির আহম্মেদ আসামী পক্ষ আদম ব্যবসায়ী মনির খানের সাথে যোগসাজেস রয়েছে । তাই তাকে ধরছে না । তদন্তে খাফিলতির কথা উঠেছে । তিনি নানা তালবাহনা করছেনও বলে অভিযোগ উঠেছে ।বিষয়টি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী পক্ষ ।