স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত ও পূর্বে মাদক মামলায় জেল খাটা আসামী শহরের আদালত পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাহবুব আলম ওরফে রবিন (৩৫) কে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সড়কের পূর্ব মাথায় রিদম মেডিসিন নামক দোকান থেকে তাকে গ্রেফতার করেন।
মাদক ব্যবসায়ী রবিন চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ার মৃত আবদুল মজিদের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিদম মেডিসিন পয়েন্ট (ঔষদের দোকান) এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় লোকদের উপস্থিতিতে তার দোকানে তল্লাশি করা হয়।
এ সময় দোকান থেকে ২০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করেন। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।
খোঁজ নিয়ে জানাগেছে, রবিন এরপূর্বেও আদালত পাড়ার একটি দোতালা বাড়ী থেকে ফেন্সিডিলের বড় ধরনের চালানসহ আটক হয়। জেল থেকে বের হয়ে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করলে শহরের অন্যান্য মাদক ব্যবসায়ীদের নাম বেরিয়ে আসবে।