আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচএম নিজাম

স্টাফ রিপোর্টার : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এইচএম নিজাম। গত ২৬ নভেম্বর (রোববার) আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আব্বাস স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি গ্রহণ করেন।

সাংবাদিক এইচএম নিজাম ২০০৯ সাল থেকে সাংবাদিকতা পেশায় কর্মরত আছেন। তিনি বর্তমানে দৈনিক শপথ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চাঁদপুর প্রতিদিন সহ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকার স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।

সাংবাদিক নিজাম চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে চাঁদপুরের সকল শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম খবর