শাহতলীতে আনসারের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

মো: রানা সরকার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা অফিসের উদ্যোগে ১০দিনব্যাপী গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষনের সমাপনী উপলক্ষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩জুন (বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ডেন্ট জনাব মোঃ শাহনেওয়াজ হোসেন।

তিনি বক্তব্যে বলেন, আনসার ভিডিপি প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলা যায়। এ প্রশিক্ষনের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত হওয়া যায়। যারা আনসার ভিডিপি সদস্য তারা ৩য় ও ৪র্থ শ্রেনির সরকারি চাকুরীতে অগ্রাধিকার পাবে। আনসার ভিডিপির মাধ্যমে আরও বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, যারা আনসার ভিডিপি প্রশিক্ষন গ্রহন করে তাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন শেয়ার হয়। এই শেয়ারের মাধ্যমে তারা বিভিন্ন ব্যবসার জন্য সব্বোর্চ দুইলক্ষ টাকা ঋন গ্রহন করতে পারবে।

আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক আজমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আনসার ভিডিপি প্রশিক্ষনের মাধ্যমে নির্বাচনের ডিউটিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করা যায়। যারা শিক্ষিত তারা এ প্রশিক্ষনের মাধ্যমে সরকারি চাকুরীতে শতকরা দশভাগ কোটা পাবে। তাই আনসার ভিডিপি প্রশিক্ষনের গুরুত্ব অনেক।

তিনি আরও বলেন, আনসার ভিডিপি বর্তমানে পুলিশের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। আনসার ভিডিপিতে কম্পিউটার প্রশিক্ষন ব্যবস্থা রয়েছে, এটি একটি ভালো দিক।

এসময় আরো বক্তব্য রাখেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা রাজিয়া বেগম, ইউনিয়ন দলনেতা মো: সোহাগ গাজী, ইউনিয়ন মহিলা দলনেতা হাজেরা বেগম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা অফিসের উদ্যোগে ১০দিনব্যাপী গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী জেলা কমান্ডেন্ট জনাব মোঃ শাহনেওয়াজ হোসেন, বিশেষ অতিথি জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মজিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় প্রায় বিপুল সংখ্যক প্রশিক্ষার্থী অংশ নেন ।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ভিডিপির সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মজিবুর রহমান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর