স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তজার্তিক ফুটবল প্রতিযোগিতার র্যালী। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বিকেলে র্যালীর উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সভাপতি পুলিশ সুপার জিহাদুল কবির । র্যালীটি স্টেডিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে স্টেডিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালীতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেণ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সাবেক ফুটবলার ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শরীফ মোঃ আশ্ররাফুল হক, আবু নাছের পাটওয়ারী, ব্রাদাস ক্লাবের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ শান্ত, সিনিয়র কর্মকতা অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, সাবেক ফুটবলার অমিয় রায় ঝন্টু, ইউছুফ পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, আমিন মোল্লা, মোস্তফা, জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী, সাবেক বাস্কেটবল খেলোয়াড় নুরুল আমিন খান আকাশ সহ সাবেক ও বর্তমান ফুটবলারগন।
উল্লেখ্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জাতির পিতার নামে আয়োজন করা আন্তজার্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্তান, ফিলিপাইন ও লাওস ।