আবু বকর মানিক বাপসার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত প্রচার সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবু বকর মানিক কেন্দ্রীয় বাপসার নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন।

গত ২৫ জুলাই বাপসা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম তুহিন এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠির ৫৮ নং ক্রমিকে সহ-সাধারণ সম্পাদক মনোনিত হন। এ জন্য তিনি কেন্দ্রীয় বাপসা ও চাঁদপুর জেলা বাপসার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।
উল্লেখ্য আবু বকর মানিক ২০০৮ সালে ইউপি সচিব পদে যোগদান করেন। পূর্বে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। এছাড়া পড়ালেখার পাশাপাশি দৈনিক চাঁদপুর সংবাদ, দৈনিক চাঁদপুর কন্ঠ, সাপ্তাহিক চলতিপত্র, মাসিক পল্লীকাহিণী পত্রিকা সমূহে সাংবাদিকতা করেছিলেন।

অভিনন্দন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত প্রচার সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবু বকর মানিক কেন্দ্রীয় বাপসার নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে মনোনিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ।

একই রকম খবর