আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে এভারগ্রিণ ক্লাবের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্থানীয় সরকার বিভাগের – উপ পরিচালকের দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান এভারগ্রিন ক্লাবের সদস্যরা।

আব্দুল্লাহ আল মাহমুদ জামান এভারগ্রিন ক্লাবের প্রধান উপদেষ্টা ও খেলোয়াড়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে এবং এভারগ্রিন ক্লাবের ব্যাডমিন্টন মাঠে ক্লাব সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল মাহমুদ জানান যে, আমি চাঁদপুর আসার পর থেকেই খেলাধুলার করার কারণে এভারগ্রীন ক্লাব এর সাথে জড়িয়ে পড়ি। আমি নিয়মিত কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যার পরে নিজের শরীর অসুস্থ ও মনকে ভালো রাখার জন্য এভারগ্রিন ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করি। আজকে তারা যে আমাকে যেভাবে শুভেচ্ছাসহ অনেক কিছু উপহার দিয়েছেন এজন্য আমি ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমি চাঁদপুরে যোগদান করার পর থেকে এই ক্লাবের সাথে জড়িত হয়ে দেখেছি যে ক্লাবের সকল সদস্যরা বিভিন্ন পেশার সাথে জড়িত থাকলেও সন্ধ্যার পরে সবাই একসাথে এসে মিলিত হন ব্যাডমিন্টন খেলার জন্য। এ ক্লাবটি খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত রয়েছে। ক্লাবের পক্ষ থেকে ডায়াবেটিস রোগীদের সেবা প্রদান সহ বিভিন্ন সমস্যাগ্রস্থ অসহায় মানুষদেরকে ক্লাব সদস্যরা সহযোগিতা করছেন। আমি যেখানে থাকি না কেন এ ক্লাবের সাথে যে আমি জড়িত ছিলাম এটি আমার সকল সময় মনে থাকবে।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ও চিকিৎসক ডাক্তার জালাল উদ্দিন রুমি, ক্লাবের মহাসচিব চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক সৈয়দ মশিউর রহমান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ক্লাব সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূইয়া মিঠু, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, ক্লাবের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন জুটন, জেলা মৎস্য কর্মকর্তা ও ক্লাব সদস্য আসাদুল বাকি,

জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলাম , প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক তাজুল ইসলাম নজরুল, পূবালী ব্যাংক নতুনবাজার শাখার ব্যবস্থাপক মাশরুর হাসান ভূঁইয়া সোহাগ, শিক্ষক লক্ষণ চন্দ্র সরকার, আবুল খায়ের স্টিল চাঁদপুরের রিজিওনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, ব্যবসায়ী আলম, চাঁদপুর পৌরসভার কম্পিউটার বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল, শাহাদাত হোসেন, ফারুক মজুমদারসহ ক্লাব সদস্যগণ।

একই রকম খবর