মোঃ রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর জেঠাতো ভাই শাহতলী রুশদী বাড়ি নির্বাসি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুফের ব্যবস্থাপক আব্দুল মালেক বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎধীন রয়েছেন ।
তার অবস্থা আশংকাজনক । তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে কলেজ মসজিদে ৩০জুলাই (মঙ্গলবার) দুপুর ১টায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ভূগোল বিষয়ের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হানিফ মিয়া,
ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: হাবিবুর রহমান, উচ্চতর গনিত বিষয়ের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, রসায়ন বিষয়ের প্রভাষক মো: মাহবুবুর রহমান, মার্কেটিং বিষয়ের প্রভাষক মোঃ মনজুরুল আলম পাটওয়ারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, কলেজের কম্পিউটার অপারেটর মোঃ রানা সরকার, অফিস সহকারি মোঃ মেহেদী হাসানসহ শিক্ষার্থীবৃন্দ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আব্দুল মালেক বাবুর সুস্থতা কামনা করা হয় ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী।