চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পিতা মৌলবী সিরাজুল হক কারীর জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে বৃস্পতিবার ( ২৬ জুলাই ) দাফন সম্পন্ন হয়েছে ।
এর আগে শাহতলী পাটওয়ারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম সিরাজুল হক কারীর জানাজা অনুষ্ঠিত হয় ।
শাহতলী পাটওয়ারী বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন এর পরিচালনায় জানাজার পৃর্বে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, প্রধান মোহাদ্দেস মাওলানা ইয়াসিন মিয়া, প্রভাষক মাওলানা কামাল হোসেন, শাহতলী পাটওয়ারী বাড়ী জামে মসজিদের ইমাম প্রভাষক মাওলানা আব্দুল মান্নান,মরহুমের ছোট ছেলে শাহতলী কমিল মাদ্রাসার গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম গাজী প্রমুখ। জানাজায় ইমামতী করেন মরহুমের ছোট ছেলে শাহতলী কমিল মাদ্রাসার গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল হালিম গাজী । জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসুল্লীগণ অংশ নেন ।
উল্লেখ্য গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় শাহতলী নিজ বাড়ীতে মৌলবী সিরাজুল হক কারী বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন ।মৃত্যুকালে তিনি ২ ছেলে ,৩মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান ।এর আগে তার স্ত্রী ইন্তেকাল করেছিলেন ।