মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের নির্বাসী মরহুম আলহাজ্ব শামছুল হক তপাদারের দ্বিতীয় মেয়ে ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা আলহাজ্ব আমেনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭আগস্ট) ভোর ৫টা.৫০ মিনিটে ঢাকা একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন ।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৪২ বছর । তিনি দীর্ঘদিন যাবত বেষ্ট ক্যান্সার রোগে আক্রান্ত ছিলো । মৃত্যুকালে আলহাজ্ব মরহুম আমেনা বেগম ১ভাই ও ২বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে দুপুর ১টায় ভাটেরগাঁওস্থ সহকারী শিক্ষিকা মরহুমা আমেনা বেগমের বাড়ী যান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ও অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদসহ কলেজের প্রভাষকবৃন্দ ।
এ সময় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার পরিবারবর্গের সাথে কথা বলেন এবং শান্তনা দেন । পরে গতকাল ৭আগস্ট (মঙ্গলবার) বাদ আছর ৩৭নং পশ্চিম ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় অংশগ্রহন করেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মো: বিল্লাল মাষ্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি মো: আবুল কাশেম দুলু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত ) মো: হান্নান খান মিলন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি এর প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩৭নং পশ্চিম ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরিফ হোসেন, শাহতলী কামিল (এম.এ) মাদরাসার সহকারি অধ্যাপক (আরবী) আলহাজ্ব হযরত মাওলানা কামাল হোসাইন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক মো: নুরুল বাতেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মরহুমের একমাত্র বড় ভাই মো: আব্দুল মতিন তপদার ভূট্টো, মরহুমের চাচাতো ভাই মোহাম্মদ আলী জিন্নাহ তপদার, মরহুমের বড় বোনের জামাতা মো: মোশারফ হোসেন, ছোট বোনের জামাতা মো: সাজ্জাদ হোসেন, মরহুমের মামাতো ভাই জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়াসহ অন্যান্য ধর্মপ্রান মুসল্লিগন।
মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দিকী (রা:) ৩৫তম বংশধর কুমিল্লা দারুল আমান দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব আবু বকর সিদ্দিকী। জানাজায় বিপুল সংখ্যক শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন ।
জানাযার নামাজের পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, মরহুম আমেনা বেগম লালপুর বালুধূম সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার মাধ্যমে ২০০০সালে সরকারি চাকুরীতে প্রবেশ করেন। সেখানে তিনি ১বছর শিক্ষকতা করেন। তারপর তিনি দক্ষিন পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় বছর অতিবাহিত করেন। সর্বশেষ মৃত্যুর আগ মুহুর্ত্বে পর্যন্ত তিনি ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য তিনি গত ৭আগস্ট ভোর ৫.৫০মিনিটে ঢাকা ধানমন্ডী ফারাবী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন।