প্রেস বিজ্ঞপ্তি ।। ২০১৮ সালের সদ্য প্রকাশিত আলিম ( এইচএসসি) পরীক্ষার ফলাফলে চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা পীর সাহেব বাড়ির মাদরাসাতুল ইশায়াতিল উলুম (আলিম) মাদ্রাসা চাঁদপুর জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন। পাশের হার ১০০%। জিপিএ-৫, ৩ জন।
সাফল্যময় ফলাফলের জন্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি পরীক্ষার্থী ও শিক্ষক মন্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানান এবং অভিভাবক মন্ডলী ও গভনির্ং বডির সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে এ ভালো ফলাফলের জন্যে শিক্ষার্থীদের আগামি দিনের সাফল্য কামনা করছেন মাদ্রসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।