আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সভাপতি ও জননেতা ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হওয়ায় তাঁদেরকে এবং দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম পরিষদ ও কার্যকরী পরিষদের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, জননেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মাধ্যমেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত যেই সুখী, সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে তা বাস্তবায়িত হবে।

জেলা পরিষদ  চেয়ারম্যানের সুস্থতা কামনা

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী কিছুটা অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে (বারডেম) এনজিওগ্রাম করেন। প্রফেসর ডা. সাইদুর রহমানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এনজিওগ্রামের রিপোর্টে কেনো সমস্যা পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে চাঁদপুর জেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

একই রকম খবর