নিজস্ব সংবাদদাতা : “দৈনিক আলোকিত চাঁদপুর” পত্রিকার একটি সহযোগী প্রতিষ্ঠান আলোকিত ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১ এর সদস্য সহ অন্যান্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার কার্যালয়ে এ ঈদ সমগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, সম্মানিত সদস্য ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, সম্মানিত সদস্য মোঃ ওমর ফারুক, মিজান লিটন, মোঃ মনির হোসেন খান, ব্যাংকার বিল্লাল হোসেন প্রমুখ।
আলোকিত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে নিয়মিত ভাবে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সমগ্রী বিতরণ ও ঈদ সামগ্রী বিতরণ সহ নানান সামাজিক কাজে জড়িত রয়েছে। এ সংগঠনটি ভবিষ্যতেও এভাবেই সব সময় সামাজিক কাজে জড়িত থাকবে।