স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার নূরাণী বিভাগের (নাজেরা) ১ম ব্যাচে ২০ জন শিক্ষার্থীকে রোববার (১৯ আগস্ট) কুরআনমজিদের ছবক প্রদান করা হয়া।
মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও নূরাণী শিক্ষক মুহাম্মদ হাবীবুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছবক প্রদান ও মুনাজাত করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিশন রোডস্থ আলী রাজা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ)।
এসময় মাদ্রাসার ছাত্র, এলাকার সূধী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ।