আশিকাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রান বিতরন করেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় আশিকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর সরকারের পরিচালনায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ।

তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের আমলে চাঁদপুর-৩ নির্বাচলী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে ।তাই দেশের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন । তাই আবারও নৌকা মাকায় ভোট দিয়ে আওয়ামীলীগ পুনরায় জয়যুক্ত করুন ।আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করুন ।  আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, শহিদউল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সহ প্রচার সম্পাদক মনির গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজু খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, ইউপি সচিব সুলতান মাহমুদ, আশিকাটি ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক জাকির হোসেন, বর্তমান কমিটির আহবায়ক সেলিম মাল, যুুগ্ম আহবায়ক মামুন মাল, মাহবুব গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment