চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদে ১টি এবং ৯টি ওয়ার্ডে ৯টি কমিটিসহ মোট ১০টি মাদকবিরোধী কমিটি গঠন করে উক্ত কমিটি নিয়ে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মিজানুর রহমান শরীফের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্যগণ ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে মাদকবিরোধী ম্যাজিক স্কেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে মাদকমুক্ত আশিকাটি ইউনিয়ন গড়ার শপথ নেন।