আশিকাটিতে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ

প্রেস বিজ্ঞপ্তি : ২৪ নভেম্বর ২০১৯ তারিখ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার আশিকাটিস্থ উত্তর রালদিয়া নামক স্থানের একটি দোকান/গোডাউন থেকে কোষ্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, চাঁদপুর এর যৌথ অভিযানে আনুমানিক ৩০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে ।

মোবাইল কোর্র্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিতরণের অভিযোগে আবদুল ওয়াদুদ নামক একজনকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চাঁদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক এ,এইচ,এম রাসেদ, কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ লুতফর রহমান, সিনিয়র চিফ পেটি অফিসার সৈয়দ দীন মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব উত্তম কুমার, কোষ্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের সদস্যবৃন্দ। জব্দকৃত পলিথিন বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

একই রকম খবর