স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের মৃত মোঃ ফজল খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মহসিন খান(৩৩) কে তার ১ সহযোগী সহ আটক হয়েছে।
আটক সহযোগী হচ্ছেন হাজীগঞ্জের পশ্চিম মকিমাবাদের পাটোয়ারী বাড়ির মোঃ মমিনুল হক ও রেহেনা হকের ছেলে মোঃ আশরাফুল হক(২৬)।
২২ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে পুলিশ আটক করে।পুলিশের এস আই যায়েদ হাসান জানান, সঙ্গীনয় অফিসার সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।তখন হাজীগঞ্জ থানাধীন পশ্চিম মকিমাবাদ গাজী বাড়ী চৌরাস্তা সংলগ্ন শাহাজাহান ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মহসিন খান সহ তার ১ সহযোগীকে আটক করতে সক্ষম হই।
এ সময় আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করি। আসামীদ্বয়ের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক সংক্রান্তে এজাহার দায়ের করা হয়েছে।