চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬নভেম্বর (শনিবার) চাঁদপুর সদর উপজেলার আশিকাটিস্থ ফাইভ স্টার পার্কে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরে অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আবদুল হাই, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলার এডঃ কবির চৌধুরী, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল্লাহ, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ।
শিক্ষা সফরে মেয়ে শিক্ষার্থীদের ৫০মিটার দৌড় সহ বিভিন্নন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন চাঁদপুরর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল হাই, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলার এডঃ কবির চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য হারুনসহ অতিথিবৃন্দ।