আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ২ জুন শনিবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর- হাইমচর ৩ আসনের সাংসদ আলহাজ্ব ডা দীপু মনি এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন কাজের প্রচার প্রচারনা আমাদেরই করতে হবে। বর্তমানে শতকরা ৫০ ভাগ নারী। তাই ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে এর প্রচার করতে হবে ইউনিয়ন মহিলা আওয়মীলীগ কর্মীদের। নিজেদের মধ্যে বিভেদ থাকলে তা মিটিয়ে ফেলে দলের জন্য কাজ করতে হবে। এতে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক যাদের জমি আছে ঘর নেই, তাদেরকে ঘর করে দিবেন। সে সুবাদে চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২জন করে মোট ১৮টি ঘর করে দেওয়া হবে। দীপু মনি আরো বলেন, আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে বিভেদ থাকলে তা মিটিয়ে ফেলে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এতে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো আব্দুর রাজ্জাক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো আলমগীর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারন সম্পাদক আজিজ খান বাদল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিনা বেগম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুবলীগের আহŸায়ক সেলিম মাল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেনা বেগম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ওযার্ডের আ: ছোবহান মাষ্টার বাচ্চু গাজী, জামাল গাজী, ৪নং জসিম মাল, ৫নং আলমগীর খান, সিরাজ ছৈয়াল, খোন মিজি, আ: মান্নান গাজী, মোস্তফা গাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের অনেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ডাঃ দীপু মনিকে পুনরায় এমপি নির্বাচিত করার ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন।

বর্ধিত সভা অনুষ্ঠানের প্রথমে ইউনিয়নের মরহুম ব্যাক্তিদের স্বরণে দারিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

সভায় ডা: দীপু মনি এমপি ইউনিয়ন নেতৃবৃন্দদের কাছ থেকে এক এক করে সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। এসময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment