আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে মৈশাদী চেয়ারম্যান মানিকের আহবান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গোপোসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় “বুলবুল” শনিবার সন্ধা থেকে মধ্য রাতের মধ্যে বাংলাদেশের উপকুলে আঘাত হানতে পারে মর্মে আবহাওয়া বিভাগ বার বার সতর্ক করে দিচ্ছে।

তাই ০৬নং মৈশাদী ইউনিয়নের নদীর নিকটে অবস্থানরত জনসাধারনের জানমাল রক্ষার্থে নিকটস্থ ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সাইক্লোন সেন্টারে ও নিরাপদভাবে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ০৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

একই রকম খবর