প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহছান উল্লাহ আখন্দ পবিত্র হজ্ব পালনে রোববার রাত সোয়া ১২টায় বাংলাদেশ এয়ারলাইন্সযোগে সৌদিআরব যাচ্ছেন।
তিনি সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজনের সাথে সাক্ষাৎ করতে না পারায় দু:খ প্রকাশ করেছেন। পবিত্র হজ্ব পালন শেষে তিনি যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আহছান উল্লাহ আখন্দ বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালক, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালক, চাঁদপুর জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।