বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিব। আর আমাদেরকে এই বিজয় নিশ্চিত করার জন্য প্রত্যেক গ্রামের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা বলতে হবে। দলের মধ্যে কোন মতবেদ থাকা ঠিক না। তিনি বক্তব্যে বলেন, সংগঠন এমনি এমনি চলে না। এর জন্য চর্চ্চা করতে হয়। আদর্শ নিয়ে কাজ করতে হয়। দলে পছন্দ অপছন্দ থাকতে পারে। দ্বিধা-দ্বন্ধ থাকতে পারে। কিন্তু দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ১০ বছর আগের বাংলাদেশ বর্তমানে শেখ হাসিনার ব্যাপক উন্নয়নের ফলে সব বদলে গেছে। একসময় নদী ভাঙনের কবল থেকে বাঁচতে চাঁদপুরের মানুষ অনেক আহাজারি করেছে। কিন্তু এ নদী ভাঙনের স্থায়ী সমাধান হবে। তা আমরা কখনও চিন্তা করিনি। আমাদের স্বপ্ন পূরন করে তা বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার। তাই আমাদেরকে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রত্যেক গ্রামের ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা পৌছে দিতে হবে।

বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সসম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

বাগাদী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন মাষ্টার, মোস্তফা দেওয়ান, আলহাজ্ব বারেক গাজী, ফজলুর রহমান, নজরুল ইসলাম, হাসান হুজুর, ফারুক আহমেদ কাকন, শাহজাহান মাষ্টার, ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন মিজি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মান্নান মিয়াজী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছ মোল্লা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুখরঞ্জন দাস, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল ইসলাম মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলম খান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহিদ গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ আলম মাষ্টার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল বেগম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ভুট্ট, শেখ রাসেল স্মৃতি সংসদের ইউনিয়ন সভাপতি জাকির হোসেন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন মাল।

একই রকম খবর

Leave a Comment