প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ শওকত ওসমান বলেছেন , সরকার ইতিমধ্যে বিভিন্ন ভাতা প্রদানের জন্যে উপকারভোগীদের ডাটাবেজ তৈরি করেছে। যা ইউনিয়ন পরিষদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কাজের অগ্রগতির উপর স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নির্ভর করে। সেবা দাতা ও সেবা গ্রহিতা উভয়েরই সচেতন হওয়ার দরকার আছে। যেখানে আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে বলে মনে করেন সেখানেই সনাক-টিআইবি’র সহযোগিতা নিতে পারেন। আগামী প্রজন্মকে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সচেতনতা বিষয়ে স্কুল-কলেজ পর্যায় থেকেই সঠিক শিক্ষা দিতে হবে।
ইউনিয়ন পরিষদের বিভিন্ন ভাতা প্রদানের নীতিমালা সেবা দাতা ও সেবা গ্রহিতা অনেকেই জানে না। যারা জানে না তাদেরকে নীতিমালা সম্পর্কে অবহিত করতে হবে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। আমরা চাই আমাদের অবস্থার পরিবর্তন।
তিনি আরও বলেন, সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য সেবাটুকু পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার চর্চার মাধ্যমেই প্রতিষ্ঠানিক শুদ্ধাচার বাস্তবায়ন সম্ভব। ইউনিয়ন পরিষদের যে নীতিমালা আছে তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনঅংশগ্রহণ বৃদ্ধি পাবে। তথ্য অধিকার আইন আমাদের বাস্তবায়ন করতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে। তিনি ইউনিয়নভিত্তিক চেয়ারম্যান ও সদস্যগণের জন্যে উদ্বুদ্ধমূলক কার্যক্রম হাতে নেওয়ার জন্য সনাক-টিআইবি’র প্রতি আহŸান জানান।
তিনি আরও বলেন, সরকারের পলিসিগুলো যেন আমরা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারি সেজন্যে আমাদের কাজ করতে হবে। আর এটি বাস্তবায়ন হলেই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং সুখী ও সমৃদ্ধশালী বাস্তবায়ন তৈরি হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি এধরণের মতবিনিময় সভা আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
জনপ্রত্যাশা পূরণে চাই স্বচ্ছ, জবাবদিহি ও গণঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার-এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি চাঁদপুরের আয়োজনে গতকাল ৮জুলাই সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপ-পরিচালক (স্থানীয় সরকার), উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের সাথে সনাক চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন। প্রধান অতিথি হিসেবে চাঁদপুর উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ শওকত ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন, ইউনিয়ন পরিষদের সেবার মান আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ প্রতিষ্ঠানকে আরও বেশি কিভাবে জনমুখী করা যায় সেজন্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের গোপনীয় তথ্য ব্যতীত তথ্য অধিকার আইন অনুযাযী কেউ যদি কোন তথ্য চাইতে আসে তাহলে আমরা তথ্য দিতে বাধ্য। তাই তথ্য অধিকার আইন অনুযায়ী আমাদেরকে তথ্যসেবা প্রদান করতে হবে। তিনি ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল আপডেট করার জন্যে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও জানান, সদর উপজেলার ওয়েবপোর্টাল আপডেট আছে বলেই পোর্টাল থেকে নাম্বার সংগ্রহ করে বিদেশ থেকে তথ্য জানতে চায়। প্রতিটি প্রতিষ্ঠানে শুদ্ধাচার নিশ্চিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের যেকোন প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য যদি কোন প্রতিষ্ঠান যেকোন উদ্যোগ গ্রহণ করে আমরা তাদেরকে সহযোগিতা করে যাবো।
তিনি সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করার জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান। তিনি জানান, প্রতিবন্ধীদের জন্য ‘স্বপ্ন স্কুল’ নামক প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি কাজ শেষে সকলকে নিয়েই স্কুলের উদ্বোধন করা হবে। ভিজিডি ইস্যুতে সনাকের পর্যবেক্ষণের ফলে যে অনিয়মগুলো উঠে এসেছে তা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে। এটাই হলো সনাক-টিআইবি’র সাথে কাজ করার সুবিধা।
তিনি এধরণের মতবিনিময় সভা আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষনা আমরা মনে করি তা বাস্তবায়ন হতে চলেছে। ইউনিয়ন পরিষদগুলো পূর্বের তুলনায় অনেক বেশি সেবা প্রদান করে যাচ্ছে। প্রশাসনও সেবা প্রদানের ক্ষেত্রে অনেক বেশি আন্তরিক। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কিভাবে আরও বেশি জনমুখী করা যায়, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন কিভাবে আরও বৃদ্ধি করা যায় সেজন্যে সনাক-টিআইবি কাজ করছে। ইউনিয়ন পরিষদের সেবার মানের অনেক পরিবর্তন এসেছে। আজকের সভায় অনেক দিকনির্দেশনামূলক আলোচনা হয়েছে। আমরা আশা করছি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ইউপি কর্তৃপক্ষ আরও বেশি ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করা সম্ভব। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক। এছাড়াও বক্তব্য রাখেন ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী, ৮নং বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের সচিব মোঃ ছালামত উল্যাহ খান, ১৩নং হানারচর ইউনিয়নের সচিব এমএ কুদ্দুছ রোকন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সচিব মোঃ ফজলুল হক গাজী, ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের সচিব তাছলিমা আক্তার।
সভায় বক্তারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন-সদর উপজেলার চেয়ারম্যান ও সচিবদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা, ইউনিয়নভিত্তিক সনাকের কার্যক্রম বাস্তবায়ন করা, ইউনিয়নভিত্তিক ইউপি সদস্যদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা, নারী সদস্যদের পরিষদের বিভিন্ন কার্যক্রমে অন্তর্ভূক্ত করা, হানারচর ও রাজরাজেশ্বর ইউনিয়নে সনাকের কার্যক্রম বাস্তবায়ন করা, সকল ইউনিয়নে শুদ্ধাচার নীতিমালার কার্যক্রম বাস্তবায়ন করা ও ইব্রাহীমপুর ইউনিয়নে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সনাকের সহ-সভাপতি ইসমত আরা সাফি বন্যা, সদস্য রফিক আহমেদ মিন্টু ও মোঃ আব্দুস সামাদ দেওয়ান, ৫নং রামপুর ইউনিয়নের সচিব মোঃ রাকিবুল হাসান খান, ৬নং মৈশাদী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান শিল্পি আক্তার, ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সচিব মোঃ আনোয়ার হোসেন গাজী, প্যানেল চেয়ারম্যান আঃ জলিল, ১২নং চান্দ্রা ইউনিয়নের সচিব বিল্লাল হোসেনসহ টিআইবি কর্মীবৃন্দ।