মুহা. সাজ্জাদ হোসেন : মতলব উত্তর উপজেলার নন্দলালপুরে ডিস ব্যবসা নিয়ে দ্বন্দ্বে জামাল হোসেন বেপারী (৬০) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
৭জনকে আসামী করে থানা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন কেউ আটক হয়নি। আসামীরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, বৃস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার সংলগ্ন বেড়িবাঁধের ওপর চাঁন মিয়ার চা দোকানের সামনে এলাকার দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দীর্ঘ দিনের দ্বন্ধের রেশ ধরে সাবেক ইউপি সদস্য জামাল হোসেন বেপারী (৬০) ও মনির হোসেন বেপারী (৫০) এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনির হোসেন বেপারী ও লিটন মিয়াসহ অন্যান্য আসামীরা জামাল হোসেন বেপারী মেম্বারকে কিল-ঘুষি মারলে মাটিতে লুটিয়ে পরে।
তাৎক্ষনিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অবস্থা বেগতিক দেখে কুমিল্লার গৌরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জামাল হোসেন বেপারীকে মৃত ঘোষণা করেন।
মামলার বাদি কাউসার আহমেদ জানান, শুক্রবার সকালে নিহত জামাল হোসেনের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।