চাঁদপুরে গুজবে কান না দিতে ইন্সপেক্টর হারুনুর রশীদের আহবান

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ মুসল্লী সমাজকে গুজবে কান না দিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন।

২৬ জুন শুক্রবার শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে এ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, দেশে ১টি কুচক্রি মহল সরকারের একাধিক ধারাবাহিক উন্নয়নে ঈর্শ্বানিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে।সাম্প্রতিক সময়ে তারা নির্মাণাধীন পদ্মা সেতুতে শিশুদের কল্লা লাগবে বলে সবচেয়ে বেশি অপপ্রচার চালাচ্ছে।যা সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।এজন্য এসব গুজব প্রতিরোধে আমাদের সব মুসল্লী ভাইদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন,সব মুসল্লী সমাজকে এক হয়ে গুজব থেকে অন্যদের বিরত থাকতে সতর্ক করতে হবে।কারন অনেক জায়গায় গুজব ছড়িয়ে অনেক অসহায় পথচারী ভাইবোনদের অযথা পিটানো হচ্ছে।এসব বন্ধ হওয়া প্রয়োজন।তাই গুজব,মাদক,জঙ্গীবাদ সহ আইনবিরোধী যেকোন কিছু দেখলেই ৯৯৯ এ কল করে তা দ্রুত পুলিশকে অবহিত করুন।পাশাপাশি সন্তানদের বিভ্রান্তিতে না ফেলে নিয়মিত স্কুলে পাঠান।আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এই চাঁদপুরের শৃঙ্খলা বজায় রাখি।এ সময় মসজিদে নামাজ পড়তে আসা কয়েক’শ ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।

একই রকম খবর