শাহতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও তাফসির মাহফিল সম্পন্ন

এম.এ.শাকুর : চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারস্থ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে দশদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

পরিষদের কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা জাকির হোসেন তপাদার এর সাবিক তত্ত্বাবধায়নে মসজিদের পেশইমাম হাফেজ মহিউদ্দিন এর পরিচালনায় ১০ম রমজান রবিবার (২৭ই মে) বিকাল ৩টায় তাফসির শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শাহজাহান মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান তাকওয়া অর্জন করা বা তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণের মাস। তাকওয়া অর্থ নিজেকে সব ধরনের পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখা, তা যতই গোপনীয় হোকনা কেন। এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে আমরা নেক আমল ও ভালো কাজের মধ্যেমে বদ অভ্যাস পরিহার ও ভালো অভ্যাস গড়ে তুলে নিজেকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ পাই। তিনি আল্লাহর নির্দেশিত পন্থায় মুমিন হিসেবে নিজেদের জীবন গড়েতোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিন। সভাপতিত্ব করেন পরিষদের সেক্রেটারি সাবেক জেলা সমবায় কর্মকর্তা আলহাজ্ব সিরাজুল হক মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা পি এম গিয়াছ উদ্দিন আজম, মাওলানা মিজানুর রহমান, গাজী আবুল কালাম আজাদ, নাছির হহোসেন তপাদার সহ বাজার ব্যবসায়ী বৃন্দ।

সবশেষে প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ এফ এম আমিনুল্লাহ এর দোয়া মুনাজাত পরিচালনার পর মাহফিলে আগত দের মাঝে ইফতার বিতরণের মাদধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

উল্লেখ্য ১ম রমজান থেকে শুরু হয়ে ১০ম রমজান পর্যন্ত প্রতিদিন বাদ জোহর ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা জামে মসজিদে ধারাবাহিক ভাবে পবিত্র কুরআনের তাফসির অনুষ্ঠিত হয়। ১ম রমজান মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন তাফসির মাহফিলের উদ্বোধন করেন। উক্ত তাফসির মাহফিলে ক্রমাগত দিন গুলোতে তাফসির পেশ করেন প্রভাষক সোহাইল আহমদ চিশতী, আলহাজ্ব হযরত মমাওলানা শামছুল হক নিযামী, মোহাদ্দেস মাওলানা আখতার হোসাইন, মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, মাওলানা দ্বিনইসলাম, এবং মাওলানা আবদুল বাকী।

একই রকম খবর

Leave a Comment