স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দী বলেছেন দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের খাদ্য চিকিৎসা আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশে একটাই দল আছে যেটা জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে। আমরা এ দলের একজন কর্মি হয়ে গর্ববোধ করি। আমার প্রান প্রিয় সংগঠন আওয়ামীলীগের নেতৃত্বেই বাংলাদের জন্ম হয়েছে। জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম হতোনা। তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় সু নিশ্চিত করতে হবে ।
বুধবার বিকেলে শহরের বড়ষ্টেশন এলকায় রাজরাজেশ্বর ও ইব্রাহিমপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকার অসহায়দের মাঝে ঢেউটিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জসিম উদ্দিন মিঠু, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এস,এম জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, বিশিষ্ট সাংবাদিক সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ডা.শেখ মোহাসিন, সাবেক ছাত্রনেতা অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক শেখ শরিফ আহমেদ, মাইনুল ইসলাম মনির, জাহাঙ্গীর মিয়াজি, রাসেল মিয়াজি, আওয়ামীলীগ নেতা বাবুল হাজরা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আলমগীর মেম্বার, লিটন খান প্রমুখ। উল্লেখ্য, রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের প্রায়ই ১৭জন অসহায় পরিবারের মাঝে এ ঢেউ টিন প্রদান করা হয়।