চাঁদপুর খবর রিপোর্ট: রাজরাজেশ্বর মেঘনা নদীতে অভিযানের মধ্য জেলেদের ইলিশ কেনার জন্য এই ট্রলারটি বব্যহার করা হয়।
শুক্রবার দুপুরে চরের মাথায় অভিযান চালিয়ে ইউএনও সদর কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স ট্রলারটি প্রায় ৫ মন ইলিশসহ জব্দ করেন।
পরে ট্রলারটি মেঘনার মাঝ নদীতে ডুবিয়ে দেয়া হয়। সফল এ অভিযান পরিচালনার ক্ষেত্রে কোস্ট গার্ড ও গণমাধ্যম কর্মিরা সহযোগিতা করেন।