স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা টেবলেটসহ এক সুন্দরী রমনী আটক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মকিমাবাদ মালি বাড়ীর আক্তার কাজীর ৫ম তলা বিল্ডিং নাহার ভিলার নিচ তালার ভাড়াটিয়া জুবায়ের হোসেনের বাসা থেকে পান্না আক্তার (২৪) নামে এ রমনীকে ৪৫ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে পুলিশ।
এ রমনীর স্বামী টোরাগড় কাজী বাড়ীর মিজানুর রহমানের ছেলে জুবায়ের হোসেন (২৮) এর বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসহ আটক হয়ে জেলে রয়েছে। বর্তমানে তার স্ত্রী পান্না আক্তার ইয়াবা ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে বলে জানান পুলিশ।