প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে গত ০৪ দিনে ৩৩ পিচ ইয়াবা ও ১০ পুড়িয়া গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুরের তথ্য মতে, গত ০৬ মে সকাল ১০.৩০ মিঃ চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের বেপারী বাড়ি থেকে আঃ কাদের বেপারী (৪৭), পিতাঃ মৃত-আক্কেল বেপারীর কাছ থেকে ১০পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গত ০৭ মে দুপুর ১.০০ টায় শহরের কুমিল্লা রোডে চক্ষু হাসপাতালের সামনে থেকে চাঁদপুর সদরের মধ্য বালিয়ার মৃত সিরাজ গাজীর পুত্র মোঃ শুক্কুর (৩৯) কে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ সময় সিগারেটের প্যাকেট থেকে ১০পিচ ইয়াবা পাওয়া যায়। গত ০৮ মে দুপুর ৩.০০টায় চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের মাথায় চাঁদপুর সদরের রঘুনাথপুর গ্রামের লতিফ বেপারীর পুত্র আবু তাহের বেপারীর (২৩) কাছ থেকে ১১পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
একই দিন ০৮মে দুপুর ২.০০ ঘটিকায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে যমুনা হার্ডওয়্যার দোকানের সামনে থেকে ১০ পুড়িয়া গাঁজাসহ ফয়সাল রশিদ শাওন, পিতা- হারুনুর রশিদ-কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক মোঃ মজিবুর রহমান ও উপ-পরিদর্শক মোঃ নান্নু মিয়া সহ সঙ্গীয় সিপাহীগণ।