ঈদকে সামনে রেখে চাঁদপুর পৌর এলাকায় সাইন বোর্ড অপসারণ

স্টাফ রির্পোটার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুর পৌর এলাকায় যত্রতত্র ভাবে বিভিন্ন স্থানে সাটানো সকল সাইন বোর্ড অপসারণ করা হয়েছে।

শহরের সুন্দয্য রক্ষার্থে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে শহরের স্টেডিয়াম রোড, বাসস্ট্যান্ড, ট্রাকরোড,মিশন রোড,কালী বাড়ী সহ বিভিন্ন স্থানে যেমন, হাসপাতাল,ডায়াগনস্টিক সেন্টার,ডাক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের সকল সাইন বোর্ড পৌর এলাকার রাস্তার পাশে সাটানো অপসারন করা হয়।

রবিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত এ কাজে নিয়োজিত থাকা পৌর স্টাফরা জানান, আমরা চাঁদপুর পৌরসভার মেয়র মহোদয়র নির্দেশে শহরের সুন্দয্য রক্ষার্থে বিভিন্ন স্থানে যত্রতত্র ভাবে সাঁটানো সাইনবোর্ড অপসারন করা অভ্যাহত রাখবো।

একই রকম খবর